স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নেমে চোটে পড়েছেন নেইমার। দলের বড় তারকাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে আল হিলালকে। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই খালিজের বিপক্ষে জয় তুলে নিয়েছে হিলাল।
সৌদীর প্রো লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল হিলাল ১-০ গোলে খালিজকে হারিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। দশ ম্যাচে ৮ জয় ও দুই ‘ড্র’য়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার আল হিলাল।
খালিজের ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে হিলাল। বড় তারকা নেইমারের অনুপস্থিতি বুঝতেই দেননি সতীর্থরা। ম্যাচ শুরুর আধঘন্টার মধ্যেই লিড নেয় দলটি। ম্যাচের ৩০তম মিনিটে আলেকসান্ডার মিত্রোভিচ হিলালকে এগিয়ে দেন ১-০ গোলে। বিরতির আগে আর ম্যাচে ফিরতে পারেনি খালিজ।
বিরতির পর খালিজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে হিলালের ডিফেন্সের প্রাচীর টপকাতে পারেনি। টেবিল টপাররাও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post