স্পোর্টস ডেস্কঃ ইনজুরিতে আক্রান্ত নেইমার জুনিয়র। আপাতত মাঠে ফেরার সম্ভাবনা নেই ব্রাজিলিয়ান সুপারস্টারের। তাকে ছাড়াই তাই খেলতে হচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলালকে। নেইমারবিহীন সেই আল হিলাল এবার ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আবহাকে।
সৌদি প্রো-লিগে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে খেলতে নেমেছিল আল হিলাল। বিশাল এই জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন সার্বিয়ান মিডফিল্ডার সার্গেই মিলিনকোভিক-স্যাবিক। তিনি যথাক্রমে ১৮, ৭৯ ও ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের পাঁচ মিনিটের মাথায় গোল করেন। তার মাধ্যমেই গোলের খাতা খুলে এবং শেষ পেরেক ঠুকে দেয় আল হিলাল শিবির।
দলের হয়ে বাকি ৪টি গোল করেন আলেক্সান্ডার মিট্রোভিক, সালেম আলদাওসারি, মোহাম্মদ কানো এবং রুবেন নেভেস। এর মধ্যে ২৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মিট্রোভিক। সালেম ৭২ মিনিটে, কানো ৮২ মিনিটে এবং রুবেন ৮৬তম মিনিটে গোল করেন।
শক্তিশালি প্রতিপক্ষের বিপরীতে শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় ছিল না আল হিলালের। বলার মতো তেমন আক্রমণ ছিল না দলটির। তাই শুধু গোল হজম করেই গেছে অতিথিরা।
চলতি লিগে ১৮ ম্যাচে নিজেদের ১৬তম জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান মজবুত করল আল হিলাল। দলটির ধারে কাছেও নেই কেউ। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল-নাসর। অপরদিকে আবহা ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে অবস্থান করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post