স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলিয়ান তারকা নেইমারের সম্মতির অপেক্ষায় আছে সৌদী আরবের একটি ক্লাব। লোভনীয় প্রস্তাবে পিএসজির তারকার রাজি হলেই দল বদলের আনুষ্ঠানিকতা শুরু হবে। মেসিকে না পেয়ে তার ক্লাব সতীর্থ এই ফুটবলারকেই বাজি ধরেছে আল হিলাল।
যাব যাব বলেও মেসি আল হিলালে যাননি। ৪০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাব ফেলে তিনি শেষ পর্যন্ত পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তাকে না পেয়েই নেইমারের দিকে হাত বাড়িয়েছে ক্লাবটি। ২০ কোটি ইউরো অর্থাৎ বাংলাদেশ মুদ্রায় প্রায় ২ হাজার ৪শ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তাকে। যদিও তিনি এখনো সম্মত হননি।
ধারণা করা হচ্ছে নেইমার দাম আরো বাড়াতে চাচ্ছেন। যার কারণেই সিদ্ধান্ত জানাতে তিনি সময় নিচ্ছেন বেশ। আল হিলালের কর্মকর্তারাও যেকোনো মূল্যে এই তারকাকে দলে চান। ফলে তারাও দাম বাড়াতে পারেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস স্পোর্টস জানিয়েছে, গত শুক্রবার আল হিলালের সিনিয়র কর্মকর্তারা প্যারিসে গিয়েছিলেন। পিএসজিতে নেইমারের বর্তমান পরিস্থিতি এবং ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের সৌদিতে যাওয়ার সম্ভাবনা কেমন-তা বুঝতেই মূলত তারা (আল হিলাল প্রতিনিধি) প্যারিসে যান। আল হিলাল নেইমারকে বছরে ২০ কোটি ইউরো দিতে চায় যা প্রায় ২৪০০ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস স্পোর্টস খবর দিয়েছে, আল হিলাল এবার নেইমারকে দলে ভেড়াতে চায়। মেসিকে না পেয়ে এবার তার ক্লাব সতীর্থকে নিয়ে আলোচনায় আসতে চাইছে প্রো লিগের ক্লাবটি। চোটে থাকা পিএসজির এই ফরোয়ার্ড অবশ্য বেশি দাম পাবেন না।
মেসিকে যেখানে ৫০ কোটি ইউরো দিতে রাজি হয়েছিলো হিলাল, সেখানে তারা নেইমারকে ২০ কোটি ইউরো দিয়ে দলে নিতে চাইছে। সেটার কারণও আছে। ক্লাব ফুটবলে চোটে জর্জরিত ব্রাজিলিয়ান তারকা। নিয়মিত ম্যাচই খেলতে পারছেন না। দর কমে যাওয়ার এটাও একটা বড় কারণ।
তবে নেইমারকে পেতে হলে ট্রান্সফার ফ্রি দিতে হবে আল হিলালকে। কারণ ব্রাজিলিয়ান তারকার সঙ্গে পিএসজির চুক্তি যে ২০২৫ সাল পর্যন্ত। ট্রান্সফার ফি হিসেবে ৪ কোটি ৫০ লাখ ইউরো দিতে প্রস্তুুত আছে সৌদীর ক্লাবটি।
আরব দেশটির ফুটবল আলোচনায় থাকছেই। ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে আল নাসর বড় তারকাদের উপর চোখ ফেলেছিলো। করিম বেনজেমাকে নিয়ে সেটা অব্যাহত রেখেছে আল ইতিহাদও। এবার যদি আল হিলাল নেইমারকে দিতে পারে তবে ইউরোপের ফুটবল হয়ে পড়বে অনেকটা তারকাহীন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post