স্পোর্টস ডেস্ক:: দু’টি প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকার জন্য ব্রাজিলের দল ঘোষণা করা হয়েছে। ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন ক্যাসেমিরো। চোটের জন্য দলে নেই নেইমারও। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপরই মাঠে নামবে কোপা আমেরিকায়। সেলেসাওদের কোচ দারিভাল জুনিয়র শুক্রবার দল ঘোষণা করেছেন।
দারিভাল দল বিবেচনা করেননি মিডফিল্ডার ক্যাসেমিরোকে। চোটের জন্য দলের বড় তারকা নেইমারও নেই। দলে সুযোগ পেয়েছেন তরুণ স্ট্রাইকার ফেলিপে এন্দরিকও।
শুক্রবার ব্রাজিল কোচ সংবাদ সম্মেলন করে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। ২১ জুন থেকে মাঠে গড়াবে এবারের কোপা আমেরিকা। লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্রাজিলকে নামতে হবে নেইমারকে ছাড়াই। কোপায় ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ। ‘ডি’ গ্রুপে সেলেসাওদের প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।
কোপা আমেরিকার আগে ব্রাজিল দু’টি প্রীতি ম্যাচ খেলবে। আগামি ৯ জুন মেক্সিকো ও ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। প্রস্তুুতির জন্য এক মাস আগেই দল ঘোষণা করেছেন কোচ। দলে রেখেছেন একাধিক চমকও।
ব্রাজিলের নতুন কোচ দরিভাল ইতিমধ্যে দু’টি ম্যাচে ডাগআউটে ছিলেন। সেই দুই ম্যাচের স্কোয়াড থেকেই বেছে নিয়েছেন ২৩ সদস্যের। ডিফেন্ডার গিলহের্মে অ্যারানা ও এভানিলসন অবশ্য আগের দু’টি প্রীতি ম্যাচ খেলেননি।
ব্রাজিলের স্কোয়াড: গোলরক্ষক: অ্যালিসন, বেনতো, এডার্সন
রক্ষণভাগ: বেরালদো, এদের মিলিতাও, ম্যাগালায়েস, মারকুইনস, দানিলো, ইয়ান কোওতো, অ্যারেনা, ওয়েনদেল
মিডফিল্ডার: আন্দ্রেস পেরেইরা, গিমারেস, ডগলাস লুইজ, জোয়াও গোমেজ, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এন্দরিক, এভানিলসন, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনিয়া, স্যাভিও, রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post