স্পোর্টস ডেস্কঃ নেইমারকে ছাড়াও আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলকে ফেবারিট মানছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। কোপার মুকুট ধরে রাখা সহজ হবে না বলে আগেভাগেই দলকে সতর্ক করে দিলেন সাবেক এই বার্সা তারকা।
মার্সেলো তিনেল্লিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, এবারের আসর ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে হচ্ছে তার। বাজিমাত করতে পারে যে কোনো দলই। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘নেইমারের না থাকা ব্রাজিলের জন্য দুঃখজনক ব্যাপার। তবে ওদের খেলোয়াড়ের অভাব নেই। নেইমার খুব কঠিন একটি বছর পার করছে। (চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায়) সে এখানে খেলতে আসতে পারেনি। সে না থাকলেও ব্রাজিল খুবই শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। শক্তিমত্তায় ব্রাজিল দলটা আর্জেন্টিনার মতোই। ওরা শিরোপার দাবিদার এবং ওরা কোপা আমেরিকা জিততে চাইবে।’
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় ১৫টি করে শিরোপা আর্জেন্টিনা ও উরুগুয়ের। ৯টি ট্রফির সবশেষটি ব্রাজিল জিতেছিল ২০১৯ সালে। এদিকে উদ্বোধনী ম্যাচে আগামী বৃহস্পতিবার কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসর শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে অন্য দুই দল চিলি ও পেরু। আর আগামী ২৫ জুন কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের অভিযান। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া। এর আগে গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ১৩টি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তাদের জয়-পরাজয় পাঁচটি করে। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র। মরক্কোর পর সেনেগাল, উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে হেরেছে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post