স্পোর্টস ডেস্কঃ ফরাসি লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে লেঁসের মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি। রোববার রাতের ম্যাচে ক্রিস্তোফার গালতিয়ের এই ম্যাচে পাবে না দলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও নেইমারের সার্ভিস। আর্জেন্টিনা-ব্রাজিলের দুই তারকাকে ছাড়া মাঠে নামা প্যারিসের দলটির ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ছুটি কাটিয়ে এখনও ফেরেননি ফ্রান্সে। আগের ম্যাচে স্ত্রাসবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফলে লেঁসের বিপক্ষে লড়াইয়ে পিএসজির স্কোয়াডে অনুমিতভাবেই নেই দু’জন।
লিগে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। দ্বিতীয় লেঁসের সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে পিএসজি। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস। রোববার রাতে পিএসজির সাথে তারা জিততে পারলে কমবে পয়েন্টের ব্যবধান।
গত বুধবার রাতে ঘরের মাঠে স্ত্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় পিএসজি। ম্যাচের ৬২তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ফ্রেঞ্চ জায়ান্টরা। সফরকারীদের ডি-বক্সে ডাইভ দেওয়ার অপরাধে নেইমারকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড। যা ছিল ২০১৭ সালে বিশ্বরেকর্ড ২৩৬ মিলিয়ন ডলারে পিএসজিতে যোগ দেওয়ার পর তার পঞ্চম লাল কার্ড।
এদিকে মেসি গত বুধবার খেলেন নি স্ত্রাসবুর্গের বিপক্ষে। পিএসজির কোচ জানিয়েছেন, ছুটি কাটিয়ে ২ জানুয়ারি দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেন তিনি। কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী মেসি ১২ জানুয়ারির ম্যাচেও অনিশ্চিত, এমনটাই ইঙ্গিত দিয়ে রেখেছেন গালতিয়ের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post