স্পোর্টস ডেস্ক:: নেদারল্যান্ডসে ইউরোপা লিগের ম্যাচ ছিলো ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও স্থানীয ক্লাস অ্যাজাক্স আমস্টারডামের। সেই ম্যাচ দেখতে যাওয়া ইসরায়েলি নাগরিকদের বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। ইসরায়েল বিরোধী স্লোগানে স্লোগানে দেশটির নাগরিকদের পেটানো হয়েছে। ইসরায়ের নিজ দেশের নাগরিকদের উদ্ধার দু’টি উড়োজাহাজ পাঠিয়েছে নেদারল্যান্ডসে।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে মুখোমুখি হয় । ম্যাকাবি তেল আবিবকে ৫-০ গোলে উড়য়ে দেন অ্যাজাক্স আমস্টারডাম। ম্যাচ শেষে এই হামলার ঘটনা ঘটে।এই হামলাকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ড ও ইসরায়েলের প্রধানমন্ত্রীরা।
হামলার পর শুক্রবার ইসরায়েল দু’টি উড়োজাহাজ পাঠিয়ে নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনাতে বৃহস্পতিবার ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের ম্যাচটি অনুষ্টিত হয়।
হামলার সময়কার ভিডিওতে দেখা যায়, ইসরায়ের বিরোধী স্লোগান দিয়ে দেশটির সমর্থকদের পেটানো হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলো। হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই নেদারল্যান্ডসে ইসরায়ের বিরোধী বিক্ষোভ হয়ে আসছে।
ঘটনার পর আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা বলেছেন, ম্যাকাবি তেল আবিব সমর্থকদের হামলা ও গালিগালাজ করা হয়েছে। তাঁদের রক্ষা করতে এবং পাহারা দিয়ে হোটেলে পৌঁছে দিতে দাঙ্গা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। নিজ দেশের নাগরিকদের উপর এই হামলাকে ‘প্রচণ্ড সংঘাতময় ঘটনা’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদিবিদ্বেষী হামলার ঘটনায় তিনি ভীত। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০