স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের হাতছানি বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার টাইগারদের সামনে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচের টস পর্ব সম্পন্ন করা যায় নি নির্ধারিত সময়ে। উইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিতব্য এই ম্যাচের টস বৃষ্টির কারণে হয় নি এখন পর্যন্ত। জানা গেছে টসের কিছুক্ষণ আগে নেমেছে বৃষ্টি। ফলে পিছিয়ে গেছে টস। নতুন সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় হবে টস। খেলা শুরু হবে ১৫ মিনিট দেরিতে, ৮টা ৪৫ মিনিটে। অবশ্য সেটি নির্ভর করছে আর বৃষ্টি না আসলে!
এদিকে মুখোমুখি দেখায় বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দু’বার হারিয়েছে বাংলাদেশ। ২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল টাইগাররা। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে এই ম্যাচ দিয়ে লম্বা সময় পর সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল গ্রাউন্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিলো ঠিক ১০ বছর আগে। ২০১৪ সালে দ্বি-পাক্ষিক সিরিজে প্রথম টেস্টে উইন্ডিজের প্রতিপক্ষ ছিলো বাংলাদেশই। এখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচই হয়েছে স্রেফ দুটি, তাও সেই ২০১৩ সালে। সেই দুই ম্যাচে স্বাগতিক উইন্ডিজের প্রতিপক্ষ ছিল পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post