স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার মুখোমুখি হয়েছে ভারত ও নেপাল। পাল্লেকেলে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে হিমালয়ের দেশটি ৪৯ ওভার পর্যন্ত ব্যাটিং করে। সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩০ রান।
রান তাড়া করতে নেমে বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। ইনিংসের শুরুতেই খানিক সময় খেলা বন্ধ রাখতে হয়। এরপর আবার পাল্লেকেলের আকাশ থেকে ঝরে ভারি বৃষ্টি। তাতে দীর্ঘ সময় খেলা বন্ধ রাখতে হয় আম্পায়ারদের। যার কারণে কমে এসেছে ওভার।
খেলা বন্ধের আগে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১৭ রান। অধিনায়ক রোহিত ৭ বলে ৪ ও শুভমান গিল ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন। এরপর বৃষ্টির জন্য লম্বা সময় ধরে খেলা মাঠে গড়ায় নি। তাতে নতুন লক্ষ্য পেয়েছে ভারত। খেলা হবে ২৩ ওভারের।
পাওয়ার প্লে ৫ ওভারের। জয়ের জন্য ভারতের দরকার ১৪৫ রান। বাকি ২০.৫ ওভারে তাঁদেরকে সংগ্রহ করতে হবে ১২৮ রান। ৩ জন বোলার ৫ ওভার করে বল করতে পারবেন। ২ জন করতে পারবেন সর্বোচ্চ ৪ ওভার করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post