স্পোর্টস ডেস্কঃ গত মাসে ছাত্র–জনতার আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী আবু সাঈদ ও মীর মুগ্ধকে স্মরণ করেছেন বাংলাদেশের বয়সভিত্তিক দলের ফুটবলার মিরাজুল ইসলাম। নেপালের মাটিতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ এই দুই শিক্ষার্থীকে স্মরণ করেন তিনি।
গত ১৬ জুলাই রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের সামনে বুক টান করে দাঁড়ানোর একপর্যায়ে তাঁকে গুলি করা হয়। এরপর ১৮ জুলাই ঢাকার উত্তরায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মুগ্ধও আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন। মৃত্যুর আগে মীর মুগ্ধ আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে পানির বোতল বিতরণ করছিলেন।
এদিকে বয়সভিত্তিক সাফে আজ নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে গোল করেই সাঈদ-মুগ্ধর নাম সংবলিত একটি টিশার্ট গায়ে চাপিয়ে উদযাপন করতে দেখা যায় ১০ নম্বর জার্সিধারী মিরাজুলকে। ম্যাচের ১৬তম মিনিটে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লিড এনে দেন তিনি। গোলের পর উদযাপনের সময় টেন্ট থেকে টিশার্টটা দেওয়া হয় গোলদাতাকে। জার্সির ওপর সেটি পরে উদযাপন করেন মিরাজ। সাদা ওই টি-শার্টে কালো কালিতে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদের স্মরণে, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০