স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হলো স্পেন। ২০১২ সালের পর প্রথম কোনো শিরোপা জিতল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গতরাতে টাইব্রেকারে বাজিমাত করে স্প্যানিশরা। গোলরক্ষক উনাই সিমোনের অসাধারণ নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল তারা।
রটারডামে নির্ধারিত ১২০ মিনিটের লড়াই গোলশূণ্যভাবে শেষ হওয়ার পর গড়ায় পেনাল্টি টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় স্পেন। দু’দলের প্রথম তিনটি শটের সবকটিই জালে জড়ায়। ক্রোয়েশিয়ার লোভরো মাজের চতুর্থ শটটি মিস করেন। সেটা রুখে দেন স্পেনের গোলরক্ষক সিমন।
অন্যদিকে স্পেনের আয়মেরিক লাপোর্তে পঞ্চম শটটি ক্রসবারে মেরে মিস করেন। তিনি বল জালে জড়াতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে স্পেন। কিন্তু মিস করায় ৪-৪ এ সমতা আসে। এরপর ক্রোশিয়ার ব্রুনো পেটকোভিচের নেওয়া ষষ্ঠ শটটিও রুখে দেন অ্যাথলেটিক বিলবাওয়ের গোলরক্ষক সিমন। তাতে স্পেনের ষষ্ঠ শটটি হয়ে দাঁড়ায় শিরোপা নির্ধারণী শট।
রিয়াল মাদ্রিদেরর দানি কারভাহাল আসেন শট নিতে। ৩১ বছর বয়সী এই তারকা ঠাণ্ডা মাথায় শট নিয়ে বল জালে জড়িয়ে উল্লসে মেতে ওঠেন। এই প্রতিযোগিয়ায় প্রথম শিরোপা উৎসবে মাতে স্পেন। ম্যাচ শেষ দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, দল যা করেছে তাতেই তিনি খুশি।
লা ফুয়েন্তে বলেন, ‘আমরা ম্যাচটা আগেই জিততে পারতাম। তবে এটা (টাইব্রেকারে জয়) আরও বেশি মহাকাব্যিক। টাইব্রেকারের আগে ছেলেদের শান্ত থাকতে বলেছিলাম। কারণ, ওরা দুর্দান্ত খেলেছে। আজ শিরোপা জিততে না পারলেও আমি সন্তুষ্ট থাকতাম। জিততে পেরে দলের সবাই খুব খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post