নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্টের পরিচালনায় আজ সোমবার থেকে শুরু হয়েছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ন্যাশনাল রাউন্ড। ন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণ করেছে দেশসেরা মোট ১৬ টি স্কুল দল। বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন-রানার্সআপরা সুযোগ পায় জাতীয় রাউন্ডে।
সিলেট বিভাগের রানার্সআপ দল সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় জাতীয় রাউন্ডে অংশ গ্রহনের জন্য ১৫ সদস্যের দল গঠন করেছে। আগামী ১৩ জুন নারায়ণগঞ্জ শামসুদ্দোহা স্পোর্টস কমপ্লেক্সে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামবে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়। এবং দিনের অপর ম্যাচে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামবে হবিগঞ্জ রিচি উচ্চ বিদ্যালয়।
জুবিলী উচ্চ বিদ্যালযের দল: সালমান, আরিয়ান,আরিফ, দিপন, দিব্য-১,চিরন্তন, মেহেদী, রিফাত,তাওহিদ, প্রসান্ত রায়, সাগর, আরিয়ান হাসান, ইমামিম, রিদ্দিব ও প্রহর চন্দ্র। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদুর রহমান সাজু ।
বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে জাতীয় রাউন্ডে অংশ নিচ্ছে হবিগঞ্জের রিচি উচ্চ বিদ্যালয়। সিলেট বিভাগের চার জেলা চ্যাম্পিয়ন নিয়ে বিভাগীয় রাউন্ডের প্রতিযোগিতা হয়। যেখানে ফাইনাল খেলে সুনামগঞ্জ ও হবিগঞ্জ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post