স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ পদত্যাগকরেছেন। লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমির চতুর্থ বোর্ড মিটিং শেষে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি।
বিশ্বকাপ ব্যর্থতার কোচ, অধিনায়কদের বদলের পর এবার জাকা আশরাফ নিজেও সরে দাঁড়ালেন। যদিও তার বোর্ডের মূল কাজ ছিলো পিসিবির নির্বাচন আয়োজন করে নতুন চেয়ারম্যান বেছে নেওয়া।তবে দায়িত্ব নিয়েই তিনি পিসিবিতে ব্যাপক বদল আনেন।
বিশ্বকাপ ব্যর্থতাল কোচদের পদত্যাগ করতে বাধ্য করান। নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজমও। অন্য দিকে নির্বাচনও আয়োজন করতে পারছিলেন না জাকা আশরাফ। আগামি ফেব্রুয়ারিতে তার বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তুু তার আগেই তিনি পদত্যাগ করলেন।
গত বছরের জুলাইয়ে জাকা আশরাফকে চেয়ারম্যান করে অন্তবর্তীকালীন কমিটি গঠন করে পিসিবি। অন্তবর্তীকালীন এই কমিটি চার মাসের মধ্যে বোর্ডের নির্বাচন আয়োজনের কথা থাকলেও তারা পারেনি। এরপর নতুন করে মেয়াদ বাড়ানো হয়। এই মেয়াদ শেষ হওয়ার কথা ফেব্রুয়ারিতে। তবে এখনো পর্যন্ত নতুন চেয়ারম্যান নিয়োগের লক্ষ্যে নির্বাচনের আয়োজন করতে পারেনি জাকা আশরাফের বোর্ড। শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণাই দিলেন আশরাফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post