স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে চেলসি হোঁচট খেল নতুন বছরের প্রথম দিনেই। রোববার রাতে তারা ড্র করল নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে। পয়েন্ট হারিয়ে শীর্ষ চারে থাকার সম্ভাবনায় আরও পিছিয়ে পড়েছে ব্লুজরা। নটিংহ্যামের মাঠে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
ম্যাচের ১৬তম মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে নটিংহ্যাম সমতা ফেরায় ৬৩তম মিনিটে। ১৬ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে গ্রাহাম পটারের দল। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তারা পিছিয়ে আছে ৭ পয়েন্টে।
এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে নটিংহ্যাম। তারা আছে অবনমনের শঙ্কায়। চেলসির কাছ থেকে পয়েন্ট আদায় করার আত্মবিশ্বাস নিয়ে সামনের ম্যাচগুলোয় ভালো কিছু করার আশা কোচ স্টিভ কুপারের।
নটিংহ্যামের মাঠে ম্যাচের প্রথমার্ধে দাপট ছিল চেলসিরই। পরের ভাগে খেই হারায় তারা। পয়েন্ট হারিয়ে চেলসি কোচ গ্রাহাম কোচ আক্ষেপ করলেন নিজেদের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে। যদিও পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের হেড বলে সংযোগ হলে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post