স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস ক্রিকেটের স্বর্ন পদক জিতল ভারত। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে মাঠে নামে ঋতুরাজ গায়কোয়াডের দল। তবে ম্যাচটি বৃষ্টির কারণে সমাপ্ত হয় নি। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পর খেলা না শুরু করা গেলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। তাতে র্যাঙ্কিংয়ে শীর্ষ থাকা দল হিসেবে স্বর্ণ পদক জিতে নেয় ভারত।
ফাইনালে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। গুলবাদিন নাইবের দল ১৮.২ খেলতেই হানা দেয় বৃষ্টি। সেই সময় তাদের রান ছিল ৫ উইকেটে ১১২। এরপর আর খেলাই সম্ভব হয়নি। শীর্ষ বাছাই হিসেবে এশিয়ান গেমসে অংশ নেয় ভারত। বাছাইয়ে এগিয়ে থাকায় স্বর্ণ জিতেছে গায়কোয়াড়ের দল। রৌপ্য পদক জিতল আফগানিস্তান।
এদিকে শনিবারই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সকালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৬ উইকেটে জিতেছে সাইফ হাসানের দল। বৃষ্টির কারণে ৫ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ১ উইকেটে ৪৮ রান করে পাকিস্তান। রান তাড়ায় ইয়াসির আলী রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পায় বাংলাদেশ। শেষ বলে বাউন্ডারি মেরে জয় এনে দেন রকিবুল হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post