স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো টানা পাঁচটি করে বিশ্বকাপ খেলেছেন। মেসি বিশ্বকাপ ট্রফির আক্ষেপ মিটিয়েছেন কাতার বিশ্বকাপে। তবে সিআর সেভেনের স্বপ্নের ট্রফি ছোঁয়া হয়নি। সর্বেোচ্চ সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন।
২০২৬ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা আলোচনা হচ্ছে বেশ। বিশ্বকাপ ট্রফি ছাড়াই কি সিআর সেভেনের ক্যারিয়ার শেষ হবে? বর্ণাঢ্য ক্যারিয়ারে কি বিশ্বকাপ জেত হবে না? রোনালদো যে বিশ্বকাপ নিয়ে একে বারেই ভাবছেন না। তার কাছে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাই বিশ্বকাপ জেতার সমান।
ক্রোয়েশিয়ার বিপক্ষে গত রাতে রোনালদো ৯০০তম গোলের মাইলক স্পর্শ করেছেন। এরপর আবারো তার বিশ্বকাপ খেলা এবং ট্রফি জেতা নিয়ে আলোচনা হয়েছে। সিআর সেভেন স্পষ্টই জানিয়েছেন, তার কাছে ইউরো জেতাই বিশ্বকাপ জেতার সমান। তিনি বলেন, ‘পর্তুগালের একটা ইউরো (চ্যাম্পিয়নশিপ) জেতাই বিশ্বকাপ জয়ের সমান। আমি পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি, যা সত্যিই চেয়েছিলাম।’
২০২৬ সালে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় পর্তুগাল। সিআর সেভেনের নেতৃত্বে সেবারই ইউরো চ্যাম্পিয়নশিপ জেতে দলটি। এরপর ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের উদ্বোধনী আসরেরও ট্রফি ওঠে রোনালদোর পর্তুগালের হাতে।
৯০০ গোলের মাইল ফলক নিয়ে রোনালদো বলেন ‘এসব আমাকে অনুপ্রাণিত করে না। আমি ফুটবল উপভোগ করি। এটাই আমাকে অনুপ্রেরণা জোগায়। রেকর্ডগুলো প্রাকৃতিক উপায়েই হয়। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০