নিজস্ব প্রতিবেদক:: বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে নিয়ে আলোচনার শেষ নেই। সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার, কাউকে তোয়াক্কা না করা তার কাছে স্বাভাবিক। মেয়েদের ফুটবল কোচ গোলাম রব্বানী ছোটনের কাজে হস্তক্ষেপ করতেন, সাফল্য পাওয়া মেয়েদের ক্রেডিট নিতে চাইতেন, ছোটনকে পাশ কাটিয়ে অনুশীলনও করাতেন।
অথচ তার দায়িত্বও পুরুষ ফুটবলে। সেখানে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করছে ফেডারেশন। মেয়েদের ফুটবলে যে কোচ দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে কাজ করেছেন, একের পর এক সাফল্য এনে দিয়েছেন, সেই কোচ ছোটনকে পদে পদে বাঁধা দিতে পল স্মলি, ছিলো অসহযোগিতা। অথচ এই বিদেশীর বেতন ১৮ লাখ টাকার মতো। অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে যা ২০ লাখেও পৌঁছায়।
কিন্তুু বাফুফেকে ইতিহাসের সেরা সাফল্য এনে দেওয়া সাফ জয়ী কোচের বেতন লাখ টাকা। যদিও সাফ জেতার পর কিছুটা বেড়েছে। তবে সেটাও দেড় লাখের নিচে। বয়স ভিত্তিক ফুটবলে একের পর এক টুর্নামেন্ট জেতা, বাংলাদেশের সফল এই কোচকে টিকমতো পরিশ্রমিকও দেয়নি ফেডারেশন। গত তিন ঈদে গোলাম রব্বানী ছোটন পাননি ঈদ বোনাসও।
সব মিলিয়ে ক্ষুব্ধ নারী দলের প্রধান কোচ বাফুফের চাকরি থেকে ইস্তফা নিচ্ছেন। আগামি মাস থেকে আর কাজ করবেন না ফেডারেশনের সঙ্গে। যদিও গতকাল এবং আজও তিনি মেয়েদের অনুশীলনে যাননি।
২০০৬ সাল থেকে বাফুফের সঙ্গে কাজ করছেন এই কোচ। নারী ফুটবলারদের গড়ে তুলতেন নিজের মেয়ের মতো। সমাজের অনেক কটু কথাও শুনতে হয়েছে তাকে। দমে যাননি। সাফল্য এনে দিয়েছেন। অভিমানে সেই তিনি এবার স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন বাফুফেকে। ২০০৯ সাল থেকে নারী দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
দেশের ফুটবল এক কঠীন সময় পার করছে। সাফ জয়ী মেয়েরা অবসর নিচ্ছে, দুর্নীতি কাণ্ডে ফেডারেশন সম্পাদক নিষিদ্ধ হয়েছেন এমন অস্বস্তিকর পরিস্থিতিতে কোচও বিদায় নিচ্ছেন। দেশের ফুটবলে রীতিমতো দুর্যোগের আশঙ্কা, অশনি সঙ্কেত।
মেয়েদর সাফল্যকে পূঁজি করে বড় গলায় কথা বলতো ফেডারেশন, সেই নারী দলের কোচ গত তিন ঈদেও পাননি বোনাস। দেশের ফুটবলের জন্য চরম লজ্জা এর চেয়েও আর কিছু হতে পারে না। বছরের পর বছর ছেলেরা সাফল্য হীন, সাফ জেতা দূরের কথা, ফিফা রেঙ্কিংয়ে কেবল অবনতিই হচ্ছে। অথচ যেই মেয়েরা সাফ জেতালো, বয়স ভিত্তিক টুর্নামেন্টে শিরোপা জেতা ডালভাতে পরিণত করলো সেই মেয়েরা অবহেলায়, মেয়েদেল কোচ অবহেলায়। তাইতো নারী ফুটবলাররা অবসর নিচ্ছেন, সরে দাঁড়াচ্ছেন কোচও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post