স্পোর্টস ডেস্কঃ আইপিএলে দলবদলের নাটকীয়তা শেষে নিজের পুরনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লিখিয়েছিলেন হার্দিক হার্দিক। এবার মুম্বাই তাঁকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে। শুক্রবার আইপিএলের অন্যতম সফল দল মুম্বাইয়ের নেতৃত্বে পেয়ে গেলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক।
শুক্রবার হার্দিককে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটির গ্লোবাল হেড অফ ক্রিকেট মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, ভবিষ্যতের কথা চিন্তা করেই হার্দিককে করা হয়েছে অধিনায়ক। মাহেলা জানিয়েছেন, ‘এখানে বিষয়টি লিগ্যাসি সৃষ্টি করার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ফিলোসফিতে সঠিক থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার। মুম্বাই ইন্ডিয়ান্স সবসময়ই দারুণ নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের দেখা পেয়েছে শচীন টেন্ডুলকার থেকে শুরু করে হরভজন সিং এবং রিকি পন্টিংয়ের পর রোহিত শর্মা। সকলেরই লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য দলটিকে তৈরি করে যাওয়া। ফলে সেই ধারা বজায় রেখে ২০২৪ সালের আইপিএলে দলের নেতৃত্বে থাকবে হার্দিক পান্ডিয়া।’
রোহিতকে ধন্যবাদ জানিয়ে মাহেলা বলেন, ‘আমরা রোহিতের দুর্দান্ত নেতৃত্বের জন্য তাকে কৃতজ্ঞতা জানাই। ২০১৩ সাল থেকে তার অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যাত্রা অসাধারণ ছিল। সাফল্য এনে দেওয়ার পাশাপাশি সে নিজেকে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা একজন অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post