স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে সিরিজে হারিয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০তে স্বাগতিকদের হারায় টাইগাররা। দুর্দান্ত সিরিজ জয়ের ম্যাচে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। একাদশে সুযোগ পেয়ে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।
ম্যাচ জেতানোর পর মুস্তাফিজ জানালেন, আগের দিন থেকেই তার ভাবনা ছিল পাঁচ উইকেট নেবেন। ৪ উইকেট নিয়ে ৪ বছর পর ওয়ানডেতে ম্যাচ সেরা হয়েছেন তিনি। শেষ স্পেলে বল হাতে নেওয়ার সময় দলকে জেতানোর বিশ্বাস ছিল কি না, এই প্রশ্নে আত্মবিশ্বাসী জবাব দেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমার তো এটা নরমালই। সবসময়ই তো করি!’
শেষ ম্যাচে মাঠে নেমে দারুণ কিছু করবেন, এই ভাবনা আগের দিন থেকেই তার ছিল বলে দাবি করেন ফিজ। বাঁহাতি এই কাটার মাস্টার বলেন, ‘এক দিন আগে থেকেই আমি ভাবছিলাম যে পাঁচ উইকেট নেব।’
এদিকে সামাজিক মাধ্যমের এক পোস্টে মুস্তাফিজ প্রকাশ করলেন মনের ভাব। তিনি লিখেন, ‘আমার দলকে আমি ভালোবাসি। আমার দেশের মানুষের মুখের হাসি ভালোবাসি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার জন্য এবং বারবার আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post