স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরুর পর টানা চার ম্যাচ হেরে সেমি-ফাইনালের স্বপ্ন আরও ফিকে হয়ে গেল বাংলাদেশের। মঙ্গলবার টাইগারদের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ে সাকিব আল হাসানদের হার ১৪৯ রানে।
আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটি জিতে, নিউজিল্যান্ড টপকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। এদিকে বাকি চার ম্যাচের সবগুলোই যেন সেমিফাইনালের মতো বাংলাদেশের জন্য। তবে শেষ পর্যন্ত সেমিতে যেতে না পারলে পাঁচ বা ছয়ে থেকে বিশ্বকাপ শেষ করতে চান টাইগার অধিনায়ক সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে লজ্জার হারের পর এমনটাই জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘টুর্নামেন্টের এখনো অনেক বাকি আছে। যেকোনো কিছু ঘটতে পারে। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আরও খেলতে হবে আমাদের। যদি সেমিতে না যেতে পারি তাহলে পাঁচ বা ছয়ে থেকে শেষ করতে চাই। আমরা দল হিসেবে খেলতে পারছি না। আশা করছি শক্তিশালী হয়েই আমরা শেষ করতে পারবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post