স্পোর্টস ডেস্কঃ গত বছর কাতার বিশ্বকাপে আলো ছড়ানো ইয়োসকো ভারদিওলের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারল ম্যানচেস্টার সিটি। পাঁচ বছরের চুক্তিতে পেপ গার্দিওলার দলে নাম লেখালেন ক্রোয়াট এই ডিফেন্ডার।শনিবার এক বিবৃতিতে ২১ বছর বয়সী এই তরুণের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিটিজেনরা।
চুক্তি সেরে ভারদিওল কণ্ঠে ফুটে উঠল উচ্ছ্বাস। তিনি বলেন, ‘ইংল্যান্ডে খেলার স্বপ্ন আমি সবসময় দেখতাম। আর ম্যানচেস্টার সিটির জার্সিতে সেটা করতে পারায়-গত মৌসুমটা তারা যেভাবে কাটিয়েছে (ট্রেবল জিতেছে)-আমার জন্য এটা সত্যিই অনেক সম্মানের। যারা গত মৌসুমে ম্যানচেস্টার সিটিকে খেলতে দেখেছে, তারা জানে যে এই দলটিই বিশ্বের সেরা। ট্রেবল জয়ের মাঝেই এই দলের গুণগত মানের প্রমাণ মেলে।’
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ভারদিওলের জন্য ট্রান্সফার ফি হিসেবে আরবি লাইপজিগকে ৭ কোটি ৭০ লাখ পাউন্ড দিয়েছে সিটি। এতে ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি ডিফেন্ডারে পরিণত হয়েছেন তিনি। এই তালিকায় তার উপরে আছেন কেবল হ্যারি ম্যাগুইয়ার। ২০১৯ সালে লেস্টার সিটি থেকে ৮ কোটি পাউন্ডের বিনিময়ে এই ইংলিশ ফুটবলারকে দলে টেনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post