স্পোর্টস ডেস্কঃ সবশেষ কাতার বিশ্বকাপে সেমি ফাইনাল পর্যন্ত খেলে ইতিহাস গড়েছিল মরক্কো। দলটি বিশ্বকাপের দুর্দান্ত পারফম্যান্স ধরে রেখেছে এখনও। এবার ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আফ্রিকার এই দেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২-১ গোলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করেছে ওয়ালেদ রেগরাগির শিষ্যরা।
গেল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল দলে বেশ পরিবর্তন আসে। কোচ তিতে দায়িত্ব ছাড়েন। দলেও রদবদল হয় ব্যাপক। বিশ্বকাপ দলের অধিকাংশ ফুটবলার বাদ পড়েন। এছাড়া নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা ইনজুরিতে খেলতে পারছেন।
সব মিলিয়ে তারুণ্যে উজ্জীবিত দল নিয়ে মাঠে নেমেছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রাজিল। তবে সেই দল সুবিধা করতে পারেনি। বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই দেখলো হার। অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া মেনেজেসের শুরুটাও ভালো হলো না।
আক্রমণ আর পাল্টা আক্রমণের ম্যাচে ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। তবে অফসাইডের কারণে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হলে, আর এগিয়ে যাওয়া হয়নি দলটির। এর মিনিটে তিনেক পরই ম্যাচে এগিয়ে যায় মরক্কো। সোফিয়ান বুফাল গোল করে এগিয়ে নেন দলকে।
প্রথমার্ধে আর ম্যাচে ফেরা হয়নি ব্রাজিলের। দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে সমতায় ফিরে সাম্বা ফুটবলের দেশটি। মিডফিল্ডার কাসেমিরোর শট ঠেকাতে পারেননি মরক্কোর গোলরক্ষক বোনো। হাতের নিচ দিয়ে চলে যাওয়া বল, গোললাইন পার করলে, স্বস্তিতে ফিরে ব্রাজিল শিবির।
তবে ৭৯তম মিনিটে ফের এগিয়ে যায় মরক্কো। আবদেলহামিদ সাবিরির গোলে স্বাগতিকরা এগিয়ে যায় ম্যাচে। ডি-বক্সের ভেতর হাফ ভলিতে বুলেট গতির শটে ব্রাজিলের জালে জড়ান সাবিরি। আর সেই গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। সমতায় ফেরার আর সুযোগ পায়নি ব্রাজিল। জয় নিয়ে মাঠে ছাড়ে মরক্কো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post