স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় ব্যর্থতা টপ অর্ডারে রান না পাওয়া। প্রতিটি ম্যাচেই পাওয়ার প্লে’তে এক বা একাধিক উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা। তবে একেবারে লিগ পর্বে নিজেদের একেবারে শেষ ম্যাচে গিয়ে পাওয়ার প্লে’তে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ।
দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস মিলে প্রথম দশ ওভারে ৬২ রান তুলেছেন স্কোরবোর্ডে। ইনিংসের শুরুতে খানিকটা ধীর গতিতে খেললেও, ধীরে ধীরে হাত খুলেছে বাংলাদেশ। তবে পাওয়ার প্লে শেষ হতেই সেই জুটি ভেঙে গিয়েছে। ১২তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৬ রানের মাথায় আউট হয়েছেন তামিম। শন অ্যাবটের স্লো ডেলিভারিতে শর্ট বলে এজ হয়ে ক্যাচ উঠে যায়। সহজ সেই ক্যাচ নিজেই লুফে নেন অ্যাবট নিজে।
৩৪ বলে ৬ বাউন্ডারির মারে ৩৬ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন তামিম। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে এবারের বিশ্বকাপের শেষ ইনিংসটি খেললেন তিনি। তামিমের বিদায়ের পর উইকেটে এসেছেন এখন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সবশেষ সংগ্রহ ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৪ রান। লিটন ৩১ ও শান্ত ৭ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post