স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুুতি আরো ভালভাবে করতে পাকিস্তান, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা মিলে খেলছে ত্রিদেশীয় সিরিজ। আগে এক সময় এমন ত্রিদেশীয় সিরিজ নিয়মিতই হতো। তবে শেষ বছর পাঁচেক থেকে ত্রিদেশীয় হচ্ছিলো না। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজে ফিরেছে এই তিন দেশ।
তিন জাতির টুর্নামেন্টটির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। যেখানে মোহাম্মদ রিজওয়ানের দলকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করা নিউজিল্যান্ড ফিলিপসের সেঞ্চুরিতে ৩৩০ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ২৫২ রানেই গুটিয়ে গেছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। আগে ব্যাট করা কিউরা গ্লেন ফিলিপসের সেঞ্চুরি ও ডেরিল মিচেল এবং কেন উইলিয়ামসের হাফ সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩৩০ রানের বিশাল পূঁজি পায়। সেঞ্চুরিয়ান ফিলিপস ১০৬ রান করে অপরাজিত থাকেন। ৭৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ছয় চার ও সাত ছক্কায়। ৮১ রানের দারুণ ইনিংস খেলেছেন ডেরিল মিচেলও। ৮৪ বলের ইনিংসে তিনি চার ছক্কা ও দুই বাউন্ডারি হারিয়েছেন। আরেক হাফ সেঞ্চুরিয়ান কেন উলিয়ামস ৫৮ রান করেছেন ৮৯ বলে সাত বাউন্ডারিতে।
পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদী তিনটি ও আবরার আহমদ দু’টি করে উইকেট লাভ করেছেন।
৩৩১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান ফখর জামানের লড়াকু ইনিংসের পরও জিততে পারেনি। ৪৭.৫ ওভারে ২৫২ রানে থেমেছে দলটি। চোটে পড়ে ব্যাট করতে পারেননি হারিস রউফ। ব্যাট হাতে কিছুটা লড়াই করেন ওপেনার ফখর জামান। সাত চার ও চার ছক্কায় ৬৯ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন সালমান আগা। ৫১ বলের ইনিংসে দুই চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। ২৯ বলে ৩০ রান করেছেন তাহির। ১৫ বলে ২৩ রানে অপরাজিত থেকেছেন আবরার আহমদ।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০