স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। শুক্রবার ডাবলিনে আইরিশদের জয় ৫ উইকেটে। ১৮৩ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আইরিশরা।
অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি টেক্টরের জুটিতে লড়াই চালিয়ে যায় আয়ারল্যান্ড। দুজনের ৭৭ রানের জুটি ভেঙে গেলে আবারও হারের শঙ্কা জাগে। টেক্টর ফেরেন ৩৬ রান করে। তবে জর্জ ডকরেল ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলে দলের জয় নিশ্চিতে অবদান রাখেন। ১২ বলে দুটি করে চার ও ছয়ে ২৪ রান করে আউট হন ডকরেল। ১৬ রান বাকি থাকতে বালবির্নি ৫৫ বলে ১০ চার ও ২ ছয়ে ৭৭ রান করে ফেরেন। শেষ দিকে কার্টিস ক্যাম্ফারের করা ৭ বলে ১৫ রানের ইনিংসটি দলকে জয়ের বন্দরে পৌঁছায়।
সব সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ১০ ম্যাচে আয়ারল্যান্ডের দ্বিতীয় জয় এটি। প্রথমটি ছিল দুই দলের প্রথম সাক্ষাতে, ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের দেখাতেই জয়ের স্বাদ পেল আইরিশরা। ২০০৯ সালে প্রথম দেখায় বিশ্বকাপের ম্যাচে জিতেছিল পাকিস্তান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে (১) হারায় পাকিস্তান। তবে সাইম আইয়ুব ও বাবর আজমের ৮৫ রানের জুটি বড় সংগ্রহ গড়ার সুযোগ এনে দেয়।আইয়ুব ২৯ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৫ রানে থামেন। বাবর ৪৩ বলে ৫৭ রান করে ফিরে যান। পরে ইফতিখারের ১৫ বলে তিনটি করে চার-ছয়ে সাজানো ৩৭ রানের ইনিংসে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post