স্পোর্টস ডেস্কঃ আগামী ২ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে স্বাগতিক দেশটির সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে কানাডা। যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজন করছে ফরম্যাটটিতে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও। ঘরের মাঠের বিশ্বকাপেও তারা বেশ ফেবারিট। ফলে বেশিরভাগ ভবিষ্যদ্বাণীতেই থাকছে রভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দলটির নাম।
আগামী ২ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে স্বাগতিক দেশটির সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে কানাডা। যৌথভাবে এবারের বিশ্বকাপের আয়োজন করছে ফরম্যাটটিতে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও। ঘরের মাঠের বিশ্বকাপেও তারা বেশ ফেবারিট। ফলে বেশিরভাগ ভবিষ্যদ্বাণীতেই থাকছে রভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দলটির নাম।
এদিকে ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারাদের চোখে বাবর আজমদের পাকিস্তান শেষ চারে ওঠার মতো দল মনে হচ্ছে না। তবে পাকিস্তানকে অন্যতম ফেবারিটের তালিকা থেকে বাদ দিলেও আফগানিস্তানকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট ঘোষণা দিয়েছেন লারা। এই কিংবদন্তি ব্যাটার আফগানদের পাশাপাশি ভারত, ইংল্যান্ড এবং উইন্ডিজকে শেষ চারে দেখছেন। রশিদ খানদের দলকে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশি সম্ভাবনাময়ী কেন মনে হচ্ছে, সেটি অবশ্য স্টার স্পোর্টসের ভিডিওতে বলা নেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post