স্পোর্টস ডেস্কঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সবাই। যেখানে চট্টগ্রাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই দেশি-বিদেশি কয়েকজন ক্রিকেটারকে আগামী বিপিএলের জন্য চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার আরও এক ক্রিকেটারকে দলে নিল চট্টগ্রাম।
আসন্ন বিপিএলের জন্য পাকিস্তানের মোহাম্মদ হাসনাইনকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গণমাধ্যমের কাছে এই পেসারকে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারই প্রথম বিপিএল খেলতে আসছেন হাসনাইন। তবে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে ২৩ বছর বয়সী এই গতি তারকার। পিএসএল ছাড়াও, বিগ ব্যাশ, দ্য হানড্রেড, সিপিএল, এলপিএলের মতো টুর্নামেন্টে খেলেছেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৪ ম্যাচ খেলে ১২৪ উইকেট শিকার করেছেন হাসনাইন। পাকিস্তান জাতীয় দলের হয়ে ২৭ ম্যাচ খেলে ২৫ উইকেট শিকার করেছেন টি-টোয়েন্টিতে। এছাড়া ৯ ওয়ানডেতে ১২ উইকেট আছে নামের পাশে। তবে বিগ ব্যাশে অবৈধ বোলিং একশনের অভিযোগ উঠেছিল। যার জন্য আসর ছাড়তে হয়েছিল তাকে। সেখান থেকে অবশ্য পরীক্ষা দিয়ে আবারও ফিরে এসেছেন হাসনাইন।
এবারের বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে শুভাগত হোম, জিয়াউর রহমান ও নিহাদউজ্জামানকে ধরে রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর বিদেশি ক্যাটারগরিতে পাকিস্তানের মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের নজিবউল্লাহ জাদরানকে চুক্তিবদ্ধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার আরও এক বিদেশি দলে নিল তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post