স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের আব্দুল্লাহ শফিক আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলতে দেখা যাবে পাকিস্তানি এই ক্রিকেটারকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে শফিক ৫১ ম্যাচে ২৬.৮৩ গড় ও ১৩০.৭৬ স্ট্রাইকরেটে করেছেন ১২৮৮ রান। এক সেঞ্চুরির সঙ্গে তার ঝুলিতে আছে ৭ ফিফটি। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ- পিএসএলে গত দুই আসরের চ্যাম্পিয়ন লাহোরে কালান্দার্সের সদস্য ছিলেন তিনি। এদিকে শফিকের পাশাপাশি চট্টগ্রামের হয়ে বিপিএল খেলতে দেখা যাবে কুশল মেন্ডিসকে।
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। সরাসরি চুক্তির পর গত সেপ্টেম্বরে ড্রাফট থেকেও বেশ কিছু তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম। তবে সেখানেই ক্ষান্ত নয় ফ্র্যাঞ্চাইজিটি। শেষ মুহূর্তে এসেও দল গুছিয়ে চলেছে তারা। বিদেশি ক্রিকেটার হিসেবে চট্টগ্রামের জার্সিতে দেখা যাবে উইল জ্যাকস, বিলাল খান, মোহাম্মদ ওয়াসিম, কার্টিস ক্যাম্ফারদের।
২০২৪ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড-
শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদ উজ জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, আব্দুল্লাহ শফিক, কুশল মেন্ডিস, স্টিফেন স্কিনাজি মোহাম্মদ হাসনাইন, তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু ও সালাউদ্দিন শাকিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post