স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ৯ ম্যাচের পাঁচটিতে হেরেছে। এর মধ্যে আহমেদাবাদে এক লাখ সমর্থকদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭ উইকেটে বিধ্বস্ত হতে হয়। যা বিশ্বকাপে ভারতের বিপক্ষে অষ্টম ম্যাচে অষ্টম পরাজয় পাকিস্তানের। এছাড়া এবার প্রথমবারের মত আফগানিস্তানের বিপক্ষেও হারতে হয়েছে পাকিস্তান।
বিশ্বকাপে নাজুক পারফর্মেন্সের কারণে পাকিস্তানের বেশির ভাগ সাবেক ক্রিকেটারই বাবরকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার পক্ষে। সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা এখানে ব্যতিক্রম। তিনি বলছেন ভিন্ন কথা। পাকিস্তানের ক্লাব ক্রিকেট নিয়ে হতাশার কথা শুনিয়েছেন রমিজ। দাবি তুলেছেন বোর্ডে পরিবর্তনের।
নিজের চ্যানেলে রমিজ বলেন, ‘ক্লাব ক্রিকেট ধসে পড়েছে। সপ্তাহ শেষে আপনি ক্লাবের মাঠগুলোকে টাকার জন্য বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দেন, তারা সেখানে টেনিস বলের ক্রিকেট আয়োজন করে। পুরো পদ্ধতিই পরিবর্তন করতে হবে। সবার আগে বোর্ডে পরিবর্তন আনতে হবে। সমস্যা হচ্ছে দলের মধ্যে আধুনিক ক্রিকেট খেলার সব ধরনের সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা সময়মত সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছে না।’
Discussion about this post