স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট দলে নাটকীয়তার যেনো শেষ নেই। কোচ নিয়ে একের পর এক নাটক চলছেই। কখন কে আসেন, আর কখন কে যান সেটার কোনো হিসেব যেনো নেই। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান দল। টেস্ট দলের কোচ জেসন গিলেম্পি দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
এর আগে পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন পদত্যাগ করেছিলেন। এক মাস না যেতেই এবার লাল বলের কোচও দায়িত্ব ছাড়লেন। দক্ষিণ আফ্রিকা সফরের ঠিক আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এপ্রিলেই গিলেম্পি নিয়োগ দিয়ে ছিলো। দুই বছরের চুক্তি থাকলেও আট মাসের ভেতরই ভেঙে গেলো গিলেম্পি-পিসিবির সম্পর্ক। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন দায়িত্ব ছাড়ার পর গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে সীমিত ওভারের দলের কোচও করা হয়েছিল। তবে তারপরেই বিতর্ক শুরু হয়েছিল।
হঠাৎ করে গিলেস্পির পদত্যাগের পর আকিব জাভেদকে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন লাল বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। লাল বলের প্রধান কোচ হিসেবে আকিবের প্রথম অ্যাসাইনমেন্ট হবে দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে পাকিস্তান দল প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০