নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশকে উড়িয়ে বিশ্বকাপের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল পাকিস্তান। ইডেনে গতকাল আগে ব্যাট করে টাইগারদের দাঁড় করানো ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২.৩ ওভারে লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান। ১০৫ বল হাতে রেখে বড় জয় পাওয়ায় রানরেটের বেশ উন্নতি হয়েছে বাবর আজমদের।
ইডেন গার্ডেন্সে আব্দুল্লাহ শফিককে সাথে নিয়ে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন ফখর। একাদশে ফেরা বাঁহাতি ফিফটির পর ছিলেন সেঞ্চুরির পথে। তবে ব্যক্তিগত ৮১ রানে ছক্কা হাঁকাতে গিয়ে ফখর আউট হয়ে যান। তখনও জয় থেকে ৩৬ রান দূরে ছিল পাকিস্তান। চাইলে হয়তো কিছুটা দেখে শুনে খেলেই তিন অঙ্কের ছোঁয়া পেতে পারতেন তিনি। কিন্তু তখন নিজের ব্যক্তিগত অর্জন নয়, দলের রানরেট বাড়ানোর জন্য আগ্রাসী ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন এই ওপেনার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফখর জানিয়েছেন, শতক নয়, তাঁর উদ্দেশ্যে ছিল ২৮-২৯ ওভারের মধ্যে খেলা শেষ করা। তিনি বলেন, ‘আমরা যে পরিস্থিতিতে আছি, এ অবস্থায় ম্যাচটা ২৮-২৯ ওভারে শেষ করতে চেয়েছি। তাই আক্রমণাত্মক ছিলাম। এমনিতে আমার জন্য ১০০ করা খুব সহজ ছিল। কিন্তু আমাদের লক্ষ্য ছিল দ্রুত রান তাড়া করা। আবদুল্লাহকে (আবদুল্লাহ শফিক) বলছিলাম, আমি প্রথম চার ওভার দেখব। এরপর পিচ যেমন আচরণ করুক না কেন, আমি ছক্কা মারব। আমার ভূমিকা সম্পর্কে আমি অবগত। জানি, আমি পারব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post