স্পোর্টস ডেস্ক:: গ্লোবার সুপার লিগে অংশ গ্রহণ করেই প্রথম আসরে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের রংপুর রাইডার্স। প্রথম দুই ম্যাচ হার দিয়ে শুরু করা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি এরপরই দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে। সেমিফাইনালে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে বৃষ্টি আইনে ২৩ রানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালে।
আগে ব্যাট করা রংপুর রাইডার্স সৌম্য সরকার, স্টিভেন টেইলর ও সাইফ হাসানের ব্যাটে চড়ে মাত্র ৯ ওভারে এক উইকেটে ৮৫ রান তুলেছিলা। এরপর বৃষ্টি আইনে লাহোর কালান্দার্সের লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১। পাকিস্তানের দলটি নির্ধারিত ওভারে ৮৭ রান তুলতে পেরেছে।
গায়ানায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংস উদ্বোধনে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেইলর দারুণ শুরু করেন। দু’জনে মিলে তুলে নেন ৪২ রান। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সৌম্যের বিদায়ে ভাঙে তাদের জুটি। ১৩ বলে তিন চার ও এক ছক্কায় ২২ রান করেন সৌম্য সরকার।
আরেক ওপেনার স্টিভেন টেইলর দ্বিতীয় উইকেটে সাইফ হাসানকে নিয়ে জুটি গড়েন। রংপুর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ৮৫ রান তুলতে সমর্থ হয়।চার চার ও এক ছক্কায় ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন টেইলর। সাইফ হাসান অপরাজিত থাকেন ১৪ বলে ২৭ রানে। চারটি চার ও একটি ছক্কায় সাজান নিজের ইনিংসটি।
পাকিস্তানের কালান্দার্সের হয়ে মির্জা ১টি উইকেট লাভ করেন।
বৃষ্টি আইনে কালান্দার্সের লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রানে। জয়ের জন্য খেলতে নামা দলটি মেহদী হাসানদের বোলিং তোপে সাত উইকেটে ৮৭ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন মির্জা বেগ। ২০ বলের ইনিংসটি সাজিয়েছেন তিন চার ও এক ছ্ক্কায়। পাঁচ চারের ইনিংসে ১২ বলে ২৫ রান করেছেন টম এবেল। ১৮ রানে অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ।
রংপুর রাইডার্সের হয়ে শেখ মেহদী ৩টি, জেক চ্যাপেল ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০