স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান জাতীয় দলের কোচের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন অজি কিংবদন্তী শেন ওয়াটসন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের কোচ হওয়ার জন্য সাবেক এই তারকাকে প্রস্তাব দিয়ে ছিলো।
বেতন হিসেবে বছরে ২২ কোটি টাকা প্রস্তাব দেওয়া হয় ওয়াটসনকে। সাবেক অজি তারকাও প্রস্তাবটি বিবেচনায় রেখে ছিলেন। এরপরই গুঞ্জন উঠে পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ওয়াটসন।
তবে ওয়াটসন এবার নিজেই জানিয়ে দিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবে রাজি হননি তিনি। পাকিস্তানকে প্রত্যাখান করেছেন মূলত তাদের শর্তের কারণেই। পিসিবি শর্ত দিয়ে ছিলো, কোচ হতে রাজি হলে অন্যান্য সব কাজ বাদ দিতে হবে ওয়াটসনকে। যা ভালো লাগেনি এই তারকার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এর আগে আর কোনো কোচকে এতো বিপুল পরিমাণ পারিশ্রমিক দেয়নি। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দলটি ওয়াটসনকে আনতে চাইছিলো।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কুয়েটা গ্লাডিয়েটর্সের কোচের দায়িত্ব পালন করছেন ওয়াটসন। তিনি ক্রিকেট বিষয়ক ওয়েববসাইট ক্রিকইনফো জানিয়েছে, নিজের বর্তমান কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসেবেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াটসন। বর্তমানে আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল সান ফ্র্যান্সিককো ইউনিকর্নের কোচের দায়িত্বও পালন করবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post