স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। তবে গতকালের ঐ ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ রেফারি রিচি রিসার্ডসন আইসিসির আইন অনুসারে এ জরিমানা ঘোষণা করেন।
শনিবার আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করে ৬ উইকেটে ৪০১ রান। পাকিস্তানের রান তাড়ার মাঝে বৃষ্টির বাধায় নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২। ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলার পর দ্বিতীয় দফা বৃষ্টির পর আর খেলা হয়নি। তাতে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে পাকিস্তান পায় ২১ রানের জয়। দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন ওপেনার ফখর জামান।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বল করতে নেমে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। ২ ওভার বাকি থাকতেই আইসিসির নির্ধারিত সময় অতিক্রম করে ফেলে বাবর আজমরা। যে কারণে তাদেরকে গুনতে হয় জরিমানা। আইসিসির বিধিনিষেধ আইনের ২.২২ ধারা অনুসারে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো দল তাদের ইনিংসের সম্পূর্ণ ওভার শেষ করতে না পারে তাহলে অতিরিক্ত প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post