স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন দুই বিস্ফোরক ব্যাটসম্যান উসমান খান ও ইরফান খান। গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে জায়গা করে নেওয়ার চেষ্টা করা ওপেনার উসমানের হঠাৎ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জার্সিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। উসমান পাকিস্তান ক্যাম্পে যোগ দেওয়ায় তাকে নিষিদ্ধও করে সংযুক্ত আরব আমিরাত। তবে, বিভিন্ন টি-টোয়েন্টি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে উসমান ঠিকই চলে আসলেন পাকিস্তান দলে।
উসমানের কাছে পাকিস্তানের হয়ে খেলাই ছিল সবচেয়ে বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হওয়ায় যেন নিজের আবেগ ধরে রাখতে পারছেন না। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘নিজের দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া যেকোনো খেলোয়াড়ের সবচেয়ে বড় স্বপ্ন এবং লক্ষ্য। আজ আমি খুবই রোমাঞ্চিত এবং খুশি যে নির্বাচকরা আমাকে নিউজিল্যান্ড সিরিজের দলের জন্য বিবেচনা করেছেন। আমি যে নিরলস প্রচেষ্টা করেছি ও পরিশ্রম করেছি, দলে ডাকা পাওয়া তা প্রমাণ করে। আমি এই হাই স্ট্যান্ডার্ড ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৮ এপ্রিল।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান।
রিজার্ভ: হাসিবউল্লাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান ও আঘা সালমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post