স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আজ (সোমবার) থেকে। পরের দুই ম্যাচ আগামী বুধ ও শুক্রবার। এরপর কিউইরা ভারত সফরের তিন ওয়ানডে খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জানুয়ারি। ওয়ানডের পর হার্দিক পান্ডিয়া-ইশান কিশানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে তাসমান সাগরপাড়ের দেশটি।
ওয়ানডে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ম্যাট হেনরি। করাচিতে দ্বিতীয় টেস্টের শেষ দিনে পেটের চাপের কারণে তাঁকে সফর থেকে বাদ দেওয়া হয়, চোটের জন্য দুই থেকে চার সপ্তাহের বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। মাঠের বাইরে কাইল জেমিসন ও অ্যাডাম মিলনের সঙ্গী হলেন হেনরি। গত সপ্তাহে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন মিলনে।
পাকিস্তানে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ডগ ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি এবং টিম সাউদি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post