স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান যেনো ভারতকে ভুলতে পারছে না। যে দলটি পাকিস্তানে খেলতে আসতে রাজি হয়নি, যাদের আপত্তির কারণে একক আয়োজনের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ করে আয়োজন করতে হচ্ছে পাকিস্তানকে, সেই ভারতের জাতীয় সংগীতই কিনা বাজানো হলো পাকিস্তানের মাঠে।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কম নাটক করেনি ভারত। পাকিস্তানে খেলতে যাবে না দলটি, তাই ভারতের ম্যাচ আয়োজন করা হয়েছে দুবাইতে। এমনকি ভারত তাদের অধিনায়ক রোহিত শর্মাকেও পাকিস্তানে পাঠাতে চায়নি কয়েক মিনিটের জন্য। ফলে পিসিবিকে অধিনায়কদের অফিসিয়াল ফটোসেশন বাতিল করতে হয়। শেষ পর্যন্ত ভারত তাদের জার্সিতে আয়োজক হিসেবে পাকিস্তানের নাম লিখতে আপত্তি তুলে। যদিও আইসিসির বাঁধায় সফল হয়নি বিসিসিআই।
অথচ সেই ভারতের জাতীয সংগীত বাজিয়ে দেওয়া হলো পাকিস্তানের মাঠে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালে ঘটেছে এমন ঘটনা। ভারতের জাতীয় সংগীত বাজতেই ক্ষুব্ধ হয়ে উঠেন পাকিস্তানের দর্শকেরা। চিৎকার করতে থাকেন তারা। দ্রুতই ভারতের জাতীয় সংগীত বন্ধ করা হয়। কিন্তুু ততোক্ষণে যা হওয়ার তা হয়েই গেছে। সমালোচনা শুরু হয়েছে চারিদিকে।
অথচ ভারত-বাংলাদেশ ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোতে থাকা পাকিস্তানের নাম লিখা হয়নি। সরাসরি সম্প্রচার করা হয়েছে পাকিস্তানের নাম ছাড়াই তৈরি করা লোগোতে। এনিয়ে সমালোচনার মধ্যেই পিসিবি এবার নিজেদের মাঠে ভারতের জাতীয় সংগীত বাজিয়ে দিলো। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে ভারতের জাতীয় সংগীত বাজানো শুরু হয়েছিলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এক নেটিজেন লিখেছেন, ‘ভারতের কথা ভুলতেই পারছে না।’ একইসুরে কটাক্ষ করে অপর এক নেটিজেন বলেন, ‘পাকিস্তানে হাস্যকর ভুল। আয়োজকরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর পরিবর্তে ভারতীয় জাতীয় সংগীত বাজিয়ে দেয়। মনে হচ্ছে যে ভারতকে খুব মিস করছে পাকিস্তান।’
পাকিস্তানের সাংবাদিক সাজ সাদিক বলেন, ‘আপনার একটা দায়িত্ব ছিল, ঠিক জাতীয় সংগীত বাজানো। আর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে আপনারা ভারতের জাতীয় সংগীত বাজিয়ে দিলেন।’
কি কারণে এমনটি হয়েছে তা অবশ্য জানা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো বক্তব্য দেয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০