নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরলেন তানজিদ হাসান তামিম। শাহিন আফ্রিদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। রানের খাতাই খোলতে পারেন নি এই ওপেনার। তিনে নামা নাজমুল হোসেন শান্তও টিকতে পারলেন না। আফ্রিদির বলে উসামা মীরের অসাধারণ ক্যাচে ফিরেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শেখ মেহেদীর পরিবর্তে দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। এদিকে পাকিস্তান দলেও রয়েছে তিন পরিবর্তন। ইমাম উল হক, শাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে দলে ফিরেছেন ফখর, উসামা মির এবং আগা সালমান।
এরই মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে সাকিব বাহিনী। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে হেরেছে টানা পাঁচ ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরের আয়োজক পাকিস্তানেও সেমির পথটা প্রায় অনিশ্চিত।
দলটি প্রথম দুই ম্যাচ জিতে শুরু করেছিল বিশ্বকাপ মিশন। এরপর টানা চার ম্যাচে হেরেছে বাবর আজমের দল। হারের বৃত্তে বন্দী দুই দল আজ মুখোমুখি হয়েছে।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর টানা পাঁচ ম্যাচে হারে বাংলাদেশ দল। সর্বশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছেও হেরে গেছে সাকিবরা। এতে টাইগারদের পয়েন্ট টেবিলে অবস্থান নবম স্থানে। তাদের পরে শুধু এক দল, ইংল্যান্ড। বিপরিতে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচ জয়ের পর পথ হারায় পাকিস্তান। বাংলাদেশের মত হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারাও। টানা চার ম্যাচ হেরে বাবর আজমের দলের অবস্থান টেবিলের সপ্তম স্থানে।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম
পাকিস্তান একাদশ- আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post