স্পোর্টস ডেস্কঃ নেপালের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সন্দিপ লামিচান। উঠতি এই লেগ স্পিনার আইপিএল-বিগ ব্যাশ-বিপিএলের মতো নামি ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ ও জাতীয় দলের জার্সিতে বেশ সফল লামিচানে গত বছর ব্যক্তিগত ইস্যুতে বিতর্কে জড়ান। ফলে মামলা হজম করতে হয় তাঁকে। প্রেরণ করা হয় জেল হাজতেও।
বিতর্কিত কাণ্ডের জন্ম দেওয়া লামিচানে নেপাল ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার জাতীয় দলে ফেরেন তিনি। আছেন আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও। কিন্তু গত মঙ্গলবার তাঁকে ছাড়াই নেপাল দল পাকিস্তানে গেছে। মূলত ধর্ষণ মামলায় আদালতে হাজিরা দিতেই দেশে থাকতে হয় লামিচানকে। আজ (রোববার) নেপালের একটি আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন এই লেগ স্পিনার।
আজ নেপালের আদালতে লামিচান গেলেও তাঁর মামলার শুনানির তারিখ পরিবর্তন হয়েছে। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিচারপতি প্রকাশ কুমার পন্ডিতের বেঞ্চে থাকা এ মামলার শুনানি সময় স্বল্পতার কারণে পিছিয়ে গেছে। এ মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাওয়া নেপালের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। আর বৈশ্বিক এই আসরে অংশ নিতে বাধা থাকল না লামিচানের।
ভারত ও পাকিস্তানের সাথে এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে নেপাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তারা ৩০ আগস্ট মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে। ভারতের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার ক্যান্ডিতে, যা অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর। এবারই প্রথম এশিয়া কাপ খেলবে নেপাল।
এশিয়া কাপের জন্য নেপালের ১৭ সদস্যের দল-
রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভুর্টেল, ললিত রাজবংশী, ভীম শারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচানে, করণ কেসি, গুলশান ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রতিস জিসি, কিশোর মাহাতো, সুদীপ জোরা, অর্জুন সৌদ এবং শ্যাম ঢাকাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post