স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে ছন্দে নেই পাকিস্তান। টানা হারের বৃত্ত ভাঙতে পারছে না বাবর আজমের দল। শুক্রবার উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচের আগে ধাক্কা পাকিস্তান শিবিরে। ছিটকে গেছেন দলটির তারকা পেসার হাসান আলী।
টানা তিন হারে এমনিতেই কোণঠাসা অবস্থায় রয়েছে পাকিস্তান। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে পারছেন না অভিজ্ঞ পেসার হাসান। ফলে বাঁচামরার লড়াইয়ে কিছুটা হলেও শক্তি কমল দলটির। অসুস্থ হয়ে পড়ায় গতকাল দলের সঙ্গে অনুশীলন করেননি হাসান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল প্যানেল হাসানকে দিয়েছে বিশ্রাম। ডানহাতি পেসার হাসানের পরিবর্তে পাকিস্তানের একাদশে সুযোগ পেতে পারেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পাকিস্তানের বাকি ম্যাচগুলোর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন হাসান, আশায় পিসিবি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচে হেরে গেলে শেষ চারে খেলা পাকিস্তানের জন্য অনিশ্চিত হয়ে যাবে। এরইমধ্যে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে চলে গেছে বাবর-রিজওয়ানরা। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা। শীর্ষে রয়েছে স্বাগতিক ভারত। ৫ ম্যাচের ৫টিতেই জিতে তাদের পয়েন্ট ১০।
Discussion about this post