স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপে ছিলেন বাংলাদেশ দলের স্পিন কোচ। তার কাজে সন্তুুষ্ট ছিলেন ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তারাও। কিন্তুু তবুও তাকে রাখা যায়নি। ইংল্যান্ডের সঙ্গে চুক্তি করে বসেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই পাকিস্তানী কোচকে ছাড়তে রাজি ছিলো না। কিন্তুু ইসিবির সঙ্গে চুক্তি হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রস্তাব রাখেননি তিনি। তবে বিসিবিকে একেবারে আশাহত করেননি। আপাতত তার ঘরের মাঠে বাংলাদেশ দলের টেস্ট সিরিজে কাজ করতে রাজি হয়েছেন।
টাইগারদের পাকিস্তান সফরে স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মুশতাক। কিন্তুু এই শেষ। এরপর আর বিসিবির অনুরোধ রাখবেন না তিনি। কাজ করবেন না টাইগারদের সাথে।
তবে বিসিবি এখনো এই কোচকেই চাচ্ছে। ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়েছেন, তারা সুযোগের অপেক্ষায় থাকবেন। ইসিবির সঙ্গে মুশতাকের চুক্তি শেষ হলেই বিসিবি চুক্তি করবে। তাকে মোটা অঙ্কের প্রস্তাবও দিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আজ গণমাধ্যমের সঙ্গে আলাপে নিশ্চিত করেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাককে পাওয়া যাবে।’
ভবিষ্যতে এই কোচকে পেতে চেষ্টা করা হবে জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে, করা যাবে। আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ভাইব পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post