স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়ের। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সময় পাওয়া কুঁচকির চোট জয়কে ছিটকে দিয়েছে।
পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে চোটে পড়েন ডানহাতি ব্যাটার জয়। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তার সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে। তিনি বলেন, ‘ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে মাহমুদুল হাসান জয়। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে।’
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের প্রথমটি খেলে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল জয়ের। ইতোমধ্যে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন জাতীয় দল লাহোরে অনুশীলন করছে। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ শুরু হবে ২১ আগস্ট থেকে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৩০ আগস্ট থেকে। এই দুই টেস্টের দলে ছিলেন জয়।
এর আগে ‘এ’ দলের ম্যাচে প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যেখানে একমাত্র সফল ব্যাটার ছিলেন জয়। তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান। ১১৬ বল খেলে করেছিলেন ৬৫ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি। ইনফর্ম এই ওপেনার ‘এ’ দলের পরের ম্যাচটিতেও খেলতে পারবেন না। যে কারণে ইসলামাবাদ থেকে দলের সঙ্গে রাওয়ালপিন্ডিতে যাবেন না তিনি।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ (শুধু দ্বিতীয় টেস্ট) ও সৈয়দ খালেদ আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০