স্পোর্টস ডেস্ক:: হার দিয়ে আইপিএল শুরু করলো ডেভিড ওয়ার্নারের দল দিল্লী ক্যাপিটাল। ব্যাট হাতে ফিফটি করেও দলের হার এড়াতে পারেননি তিনি। ক্যারিবিয়ান ক্রিকেটার কাইল মায়ার্সের ব্যাটে লক্ষ্ণৌ তুলে নিয়েছে আসরের প্রথম জয়।
আগে ব্যাট করা লক্ষ্ণৌ কাইল মায়ার্স ও নিকোলাস পুরানের ব্যাটে ১৯৩ রান তুলে। জবাবে খেলতে নামা দিল্লীকে অধিনায়ক ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতেও থামতে হয়েছে ১৪৩ রানে। ৫০ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে লক্ষ্ণৌ।
টস হেরে ব্যাট করতে নামা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কাইল মায়ার্স ও নিকোলাস পুরানের ব্যাটে চড়ে ৬ উইকেটে ১৯৩ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন মায়ার্স। দুই চার ও সাত ছক্কায় ৩৮ বলে সাজান নিজের ইনিংসটি। ২১ বলে ৩৬ রান করে বড় জয়ে অবদান রাখেন নিকোলাস পুরান।
২৫৭’র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে মাত্র ১৮ করেও লক্ষ্ণৌর বড় পূঁজিতে বড় অবদান রাখেন আয়ুশ বাধনী। ৭ বলের ইনিংসে দুই ছয় ও এক চার হাঁকিয়েছেন তিনি। ১৭ রান আসে দীপক হুদার ব্যাট থেকে।
দিল্লীর হয়ে খলীল আহমদ ও চেতন সাকারিয়া ২টি করে উইকেট লাভ করেন।
১৯৪ রানের বড় টার্গেটে খেলতে নামা দিল্লী মার্ক উডের দুর্দান্ত বোলিংয়ে জয় থেকে ৫০ রান দুরে থাকতে থামে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ইনিংস উদ্বোধনে নেমেও দলকে জেতাতে পারেননি। ৯ উইকেটে ১৪৩ রানে থামে তার দল। সাত চারে ৪৮ বলে ৫৬ রান করেন অজি এই ক্রিকেটার।
অধিনায়কের হাফ সেঞ্চুরির দিনে ব্যাট হাতে বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়ে ফিরেন রাইলী রুশো। প্রোটিয়া এই ক্রিকেটার দিল্লীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন। ২০ বলের ইনিংসে তিন চার ও এক ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া ১৬ রান করেছেন অক্ষর প্যাটেল।
লক্ষ্ণৌর হয়ে মার্ক উড ৫টি, রবি বিষ্ণু ও আবেশ খান ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post