স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ১২তম আসরে শিরোপা জিতেছে পার্থ স্কোর্চার্স। ফাইনাল ম্যাচে ব্রিসবেন হিটকে ৫ উইকেটে হারিয়েছে তারা। পার্থের এটি টানা দ্বিতীয় ও মোট পঞ্চমবারের মতো শিরোপা জেতার উপলক্ষ।
প্রথমে ব্যাটিং করতে নেমে ব্রিসবেন ১৭৫ রান করে। নাথান ম্যাকসুইনি দলের হয়ে সবচেয়ে বেশী ৪১ রান করেন। ২ টি করে উইকেট নেন জেসন বেহরেনডর্ফ ও ম্যাথু কেলি। জবাবে ব্যাট করতে নেমে ৫৪ রানেই ৩ উইকেট হারায় পার্থ। এরপর অধিনায়ক অ্যাশটন টার্নারের দ্যুতিময় ব্যাটিংয়ে ৩ বল থাকতেই জয়লাভ করে দলটি।
৩২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ফাইনাল সেরার পুরস্কার ওঠে টার্নারের হাতে। জস ইংলিশকে নিয়ে দলের রানের গতি বাড়িয়ে নিরাপদে নিয়ে যান তিনি। ২২ বলে ২৬ রান করেন ইংলিশ। হবসন একটি করে চার ও ছক্কায় ৭ বলে করেন ১৮ রান। কুপার দুই ছক্কা, এক চারে ১১ বলে করেন ২৫ রান।
এর আগে টস জিতে ব্যাটিয়ে নেমে ব্যাটারদের মিলিত চেষ্টায় ১৭৫ রান তোলে ব্রিসবেন। দলের কোনো ব্যাটার ফিফটির দেখা না পেলেও তিন ব্যাটারের ত্রিশোর্ধ রানের ইনিংসে বড় সংগ্রহ তোলে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নাথান ম্যাকসুইনি, তিনি এক ছক্কা ও তিন চারে ৩৭ বলে করেন ৪১ রান। এছাড়া স্যাম হেজলেট ৩০ বলে ৩৪, ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ৩১, জস ব্রাউনি ১২ বলে ২৫, স্যাম হেই করেন ১৬ বলে ২১* রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post