স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরির আক্ষেপে পুড়লেন আজম খান। ইসলামাবাদ ইউনাইটেডের এই ব্যাটার থেমেছেন ৯৭ রানে। তার দল ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্সকে।
আগে ব্যাট করা ইসলামাবাদ আজম খানের ব্যাটে ২২০ রানের বড় পূঁজি পায়। জবাবে খেলতে নামা কোয়েটা গ্লাডিয়েটর্স ১৫৭ রানেই গুটিয়ে যায়। ৬৩ রানের বড় জয় পায় আজমের দল।
টস জিতে ব্যাট করতে নামা ইসলামাবাদ ইউনাইটেড আজম খান ও আসিফ আলীর ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২২০ রান তুলে। মাত্র ৪২ বলে ৯৭ রানের ‘বিস্ফোরক’ ইনিংস খেলেন আজম। ২৩০’র বেশি স্ট্রাইক রেটে নয় চার ও আট ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। ২৪ বলে ৪২ রান করেন আসিফ আলী। এক চার ও চার ছক্কার মারছিলো তার ইনিংসে। এছাড়াও ৩৮ রান করেন কুলিন মুনরো।
কোয়েটার হয়ে মোহাম্মদ হাসনাইন ও ওডেন স্মিথ ২টি করে উইকেট লাভ করেন।
২২১ রানের টার্গেটে খেলতে নামা কোয়েটা গ্লাডিয়েটর্স ইসলামাবাদের বোলিং তোপে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় ১৯.১ ওভারে। সর্বোচ্চ ৪৮ রান আসে মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে। ৪১ রান করেন অধিনায়ক সরফরাজ আহমদ। ৩৯ রান আসে ইফতিখারের ব্যাট থেকে।
ইসলামাবাদের হয়ে ফজল হক ফারুকী ও হাসান আলী ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post