স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান সুপার লিগে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিএসএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছেন তিন ক্রিকেটাররা। ফলে পিএসএলের আগামি আসরে দেখা যাবে বাংলাদেশের তিন ক্রিকেটারকে।
বিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়ায় পিএসএল খেলবেন নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন দাস। ক্রিকেট বোর্ডের অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন ক্রিকেটারের মধ্যে দু’জন ক্রিকেটার পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন। একজন পেয়েছেন স্বল্প সময়ের জন্য। বিসিবি জানিয়েছে, লিটন দাস ও রিশাদ হোসেনকে পিএসএলের পুরো মৌসুমের জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। আর পেসার নাহিদ রানাকে অনুমিত দেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর।
বাংলাদেশের এই তিন ক্রিকেটার পিএসএলের তিন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন। লিটন দাসকে দলে নিয়েছে করাচি কিংস। লাহোর কালান্দার্সে খেলবেন রিশাদ হোসেন। গতি তারকা নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএলে যাবেন।
বাংলাদেশের এই ক্রিকেটারদের অনাপত্তিপত্র নিয়ে বেশ কয়েক দিন থেকেই আলোচনা চলছিলো। ক্রিকেট বোর্ড অনুমতি দেয় কিনা সেটা নিয়ে শঙ্কা ছিলো। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিএসএলের জন্য এনওসি দিলো লিটন, রিশাদ ও নাহিদদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০