স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে দল পেলেন বাংলাদেশের নাহিদ রানা। সোমবার ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ। তিনি পেশোয়ারে সতীর্থ হিসেবে পাবেন বাবর আজম, সায়েম আইয়ূব, মোহাম্মদ হ্যারিস, করবিন বোচদের। পাকিস্তানের ক্রিকেটারদের পাশাপাশি ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।
প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। মুস্তাফিজ ও সাকিবের পর দল পাননি ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদরা। তবে বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের আছেন ২ জন। তাছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ এবং সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। তাদের ক্যাটাগরি থেকে এখনো ডাকা হয়নি। প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০