স্পোর্টস ডেস্কঃ নাহিদ রানা ও লিটন দাসের পর পাকিস্তান সুপার লিগের ড্রাফট থেকে সুখবর পেলেন রিশাদ হোসেনও৷ আজ পিএসএল ড্রাফটে দল পেয়েছেন এই লেগস্পিনার। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ। তাকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স।
১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলের দশম আসরকে সামনে রেখে আজ (২৩ জানুয়ারি) শুরু হয়েছে ড্রাফট অনুষ্ঠান। লাহোর ফোর্টে অনুষ্ঠিত এই ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের নাম রয়েছে। ড্রাফটে রিশাদ ছিলেন সিলভার ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর।
সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরেক তারকা লিটন দাসও। তাকে দলে টেনেছে করাচি কিংস। এছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে বাবর আজমের পেশোয়ার জালমি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০