স্পোর্টস ডেস্কঃ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচের দায়িত্ব পেলেন শেন ওয়াটসন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডারকে প্রধান কোচ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি কোয়েটা।
২০২০ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব নেন ওয়াটসন। এরপর মেজর লিগের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই অলরাউন্ডার।
পিএসএলের শুরুটা ভালো করলেও শেষ চার টুর্নামেন্টে ভালো করেনি কোয়েটা। শুরুর চার টুর্নামেন্টের মধ্যে তিনবার ফাইনাল খেলে ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয় তারা। এরপর থেকে ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের। কিন্তু কোনোবারও কোচ পরিবর্তন করেনি দলটি। অবশেষে ওয়াটসনের দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে কোচের পদে পরিবর্তন এসেছে।
কোচের দায়িত্ব নিয়ে যেন ঘরেও ফিরলেন ওয়াটসন। ২০১৮ সালে যোগ দিয়ে দলটির হয়ে ৩ বছর খেলেছেন ৪২ বছর বয়সী ব্যাটার। দলকে চ্যাম্পিয়ন করার পথে ৪৩০ রান করেছিলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেবার টুর্নামেন্ট সেরা হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post