স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দৌড়ে এগিয়ে ছিলো বার্সেলোনা। কিন্তুু বেরসিক রোমানিয়ান রেফারি বার্সার সব শেষ করে দিয়েছেন। জিতিয়ে দিয়েছেন পিএসজিকে। তাতেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়তে হয়েছে বার্সেলোনাকে। ৪-১ গোলে হারের এমন অভিযোগ বার্সা কোচ জাভির।
কোয়ার্টারফাইনালের প্রথম লেগে বার্সেলোনা এগিয়ে ছিলো। দ্বিতীয় লেগ শুরুটাও বালো করেছিলো দলটি। ম্যাচের প্রথম আধঘন্টা ম্যাচে ছিলো দলটি। এরপরই বেরসিক রোমানিয়ান রেফারি স্তেভান কোভাচের দশ জনের দলে পরিণত করে দেন বার্সাকে। তাতেই ঘুরে যায় ম্যাচের রূপ।
বার্সার ফুটবরার রোনাল্দ আরাউহোকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। ম্যাচের ২৮তম মিনিটে এই ঘটনার আগ পর্যন্ত বার্সা দুই লেগে ৪-২ গোলে এগিয়ে ছিলো। দশের বার্সা এরপরই খেই হারায়। হজম করে একের পর এক গোল। ৪-১ ব্যবধানে ম্যাচ হারে। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে পিএসজি নিশ্চিত করে সেমিফাইনাল।
ঘটনার শুরুর ২৮তম মিনিটে। বক্সের ঠিক বাইরে গোল করার মতো পজিশনে থাকা পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে পেছন থেকে ফাউল করেন বার্সার রোনাল্দ আরাউহো। রেফারি স্তেভান কোভাচ সরাসরি লাল কার্ড দেখান। বার্সা কোচ মেনে নিতে পারেননি এই সিদ্ধান্ত। ম্যাচ শেষে জানিয়েছেন রেফারি অন্যায় ভাবে লাল কার্ড দেখিয়েছেন। এই ঘটনা লাল কার্ডের জন্য উপযুক্ত ছিলো না। রোমানিয়ান রেফারি পরে লাল কার্ড দেখিয়েছেন জাভিকেও। দলটির গোলরক্ষক কোচও বাদ যাননি লাল কার্ডের তালিকা থেকে।
ম্যাচ শেষে রেফারি দোষারুপ করে জাভি বলেন, ‘আমরা ক্ষুব্ধ। লাল কার্ডটাই ক্ষতি করেছে। ১১ বনাম ১১ অবস্থায় আমরা ভালোই সংগঠিত ছিলাম। এটাই পুরোপুরিভাবে সবকিছু বদলে দিয়েছে। আমার মতে, আরাউহোকে লাল কার্ড দেখানো বাড়াবাড়ি ছিল।’
রোমানিয়ান এই রেফারিকে একজন বাজে রেফারি আখ্যা দিয়ে জাভি বলেন, ‘রেফারিটা সত্যিই বাজে ছিল। আমি তাকে বলেছি, সে বিপর্যয় ডেকে এনেছে। সে লড়াইটাকে শেষ করে দিয়েছে। আমি রেফারিকে নিয়ে কথা বলা পছন্দ করি না, কিন্তু এটা বলতেই হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post